এবার অ্যাপেই মিলবে দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে বজ্রপাতের নির্দিষ্ট পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা রাজ্যে চালু করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এর জন্য দেশজুড়ে প্রথম পর্যায়ে যে ৪৮টি সেন্সর (লাইটনিং লোকেশন নেটওয়ার্ক) বসানো হয়েছে, তার তিনটি বসেছে এই রাজ্যে। কলকাতা, রামপুরহাট ও দার্জিলিং শহরে ওই তিনটি সেন্সর বসানো হয়েছে। দ্বিতীয় দফায় আরও যে ৩৫টি বসানো হবে, তার মধ্যে দুই-তিনটি বসবে

এবার অ্যাপেই মিলবে দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে বজ্রপাতের নির্দিষ্ট পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা রাজ্যে চালু করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এর জন্য দেশজুড়ে প্রথম পর্যায়ে যে ৪৮টি সেন্সর (লাইটনিং লোকেশন নেটওয়ার্ক) বসানো হয়েছে, তার তিনটি বসেছে এই রাজ্যে।

কলকাতা, রামপুরহাট ও দার্জিলিং শহরে ওই তিনটি সেন্সর বসানো হয়েছে। দ্বিতীয় দফায় আরও যে ৩৫টি বসানো হবে, তার মধ্যে দুই-তিনটি বসবে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, যে সব এলাকায় বজ্রপাতের প্রবণতা বেশি, সেখানে ওই সেন্সর বসানো হচ্ছে। এই কাজ করছে কেন্দ্রীয় সরকারি সংস্থা পুনের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিরিওলজি। তারাই ‘দামিনী’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে।

গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোনে এটি ডাউনলোড করা যাবে। যে এলাকায় সেন্সর বসানো হয়েছে, তার ৪০ কিলোমিটার ব্যাসের মধ্যে ওই অ্যাপ থেকে ৫-১৫ মিনিট আগে বাজ পড়ার সতর্কতা জারি করা হবে। ঠিক কোন বাড়িতে বা পাড়ায় বাজ পড়বে, তা জানা না গেলেও ওই বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা দামিনীর বার্তা জেনে সম্ভাব্য বজ্রাঘাত থেকে বাঁচার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন বলে আবহাওয়াবিদরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *