অধ্যাপকের পরিবর্তে অভিনেত্রী, কী বলছে ‘রাজনৈতিক সচেতন’ যাদবপুর

কলকাতা: দিল্লি দখলের লক্ষ্যে ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তালিকায় রয়েছে বেশ কিছু চমক৷ এবার প্রথম ৪১ শতাংশ মহিলা প্রার্থীদের টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম৷ তার মধ্যে অন্যতম যাদবপুরের তৃণমূল সাংসদ তথা প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসুর৷ নিজের অধ্যাপনার কাজে সমস্যা

অধ্যাপকের পরিবর্তে অভিনেত্রী, কী বলছে ‘রাজনৈতিক সচেতন’ যাদবপুর

কলকাতা: দিল্লি দখলের লক্ষ্যে ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তালিকায় রয়েছে বেশ কিছু চমক৷ এবার প্রথম ৪১ শতাংশ মহিলা প্রার্থীদের টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম৷ তার মধ্যে অন্যতম যাদবপুরের তৃণমূল সাংসদ তথা প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসুর৷ নিজের অধ্যাপনার কাজে সমস্যা কথা মাথায় রেখে এবার নির্বাচনে লড়তে আপত্তি জানান তিনি৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নিজেই এ কথা জানান৷ সুগত বসুর পরিবর্তে এদিন তৃণমূল প্রার্থী হিসাবে মিমি চক্রবর্তীর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া৷ একজন অধ্যাপকের পরিবর্তে অভিনেত্রীকে দাঁড় করানো নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বাংলার রাজনীতির মানচিত্রে ‘রাজনৈতিক সচেতন’ বলেই যাদবপুরকে চিহ্নিত করা হয়ে থাকে৷ এহেন যাদবপুরের অভিনেত্রীকে দেখে ভোট শাসক দল কতটা ভোট কোড়াতে পারবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ কেননা, লোকসভা নির্বাচনের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ দিল্লির দরবার থেকে ছিনিয়ে আনতে আনতে হয় রাজ্যের প্রকল্প৷ আন্তর্জাতিক রাজনীতি থেকে দেশিয় রাজনীতির পূর্ণাঙ্গ তথ্য থাকা জরুরি৷ ফলে, একজন দক্ষ অধ্যাপকের পরিবর্তে একজন অভিনেত্রীকে দাঁড় করানো নিয়ে বেশ চিন্তায় যাদবপুর৷

নাম অপ্রকাশিত রাখার শর্তে এক ভোটার জানান, ‘‘এটা তো জঙ্গলমহল নয়, অভিনেত্রীকে দেখিয়েই ভোট হয়ে যাবে৷ এখানে প্রার্থীর যোগ্যতাই গুরুত্বপূর্ণ৷ যে দিল্লিতে গিয়ে প্রকল্প ছিনিয়ে আনতে পারবে৷ আমরা তাঁকেই ভোট দেব, যে সংসদে দাঁড়িয়ে যাদবপুরের সমস্যার কথা বলতে পারবে৷ আমরা তাঁকেই ভোট দেব, যে সংসদের প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে সঠিক উত্তরটা দেশের কাছে তুলে ধরেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =