পিছিয়ে থেকেই শুরু হচ্ছে ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা৷ এবারের থিম উত্তর আমেরিকার গুয়াতেমালা৷ মুহূর্তও শেষ৷ এবারের বইমেলায় মোট ৬০০টি বইয়ের দোকান থাকছে৷ লিটল ম্যাগাজিনের জন্য থাকছে ২০০টি স্টল রাখা হয়েছে৷ এছাড়াও বাংলাদেশের থাকছে মোট ৪১টি স্টল থাকছে৷ ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি মাসের শেষ বুধবার অর্থাৎ আজ উদ্বোধন হওয়ার কথা থাকলেও আগামীকাল বৃহস্পতিবার এই মেলার

56c0f0b7615ac24fc14a1d92e3fbe0b6

পিছিয়ে থেকেই শুরু হচ্ছে ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা৷ এবারের থিম উত্তর আমেরিকার গুয়াতেমালা৷  মুহূর্তও শেষ৷ এবারের বইমেলায় মোট ৬০০টি বইয়ের দোকান থাকছে৷ লিটল ম্যাগাজিনের জন্য থাকছে ২০০টি স্টল রাখা হয়েছে৷ এছাড়াও বাংলাদেশের থাকছে মোট ৪১টি স্টল থাকছে৷ ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি মাসের শেষ বুধবার অর্থাৎ আজ উদ্বোধন হওয়ার কথা থাকলেও আগামীকাল বৃহস্পতিবার এই মেলার সূচনা হবে৷

এবছরের বইমেলায় মোট ২৬টি দেশ থেকে আসছেন লেখক লেখিকারা। অন্যান্যবারের মত এবছরেও বইমেলার বিশেষ আকর্ষন হিসেবে থাকছে লটারি৷ প্রতিবছরের মত এবছর লটারি হলেও প্রথম চারজন বিজেতাকে গিল্ডের পক্ষ থেকে দেওয়া হবে এক লক্ষ টাকার বই এবং বই রাখার আলমারি৷

বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার সময় উদ্বোধন হবে ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার৷ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যেহেতু এবছরের থিম গুয়াতেমালা তাই পয়লা ফেব্রুয়ারি বইমেলায় গুয়াতেমালা দিবস হিসেবে পালন করা হবেষ৷ ৩ ফেব্রুয়ারি চিলড্রেনস ডে হিসেবে পালন করা হবে এবং ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে বইমেলায়৷

রাজ্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার সব প্রান্ত থেকে বই মেলায় আসার জন্য মোট ১৯০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। শহর কলকাতার যেকোনো প্রান্ত থেকেই মানুষ যেন বইমেলায় আসতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। উল্টো ডাঙ্গা থেকে অটোওয়ালাদের লাগাম দেওয়ার জন্য থাকছে পুলিশ। এসবের পাশাপাশি বই মেলার ভেতর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম থাকছে। আর থাকছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। নিরাপত্তার ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *