জনস্রোতে ভেসে মনোনয়ন পেশ ৪ বাম প্রার্থীর

কলকাতা: জনস্রোতে ভেসে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্টের ৪ প্রার্থী। বারাসত জেলা শাসকের দপ্তরে এদিন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য, বারাসত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস, বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত মনোনয়নপত্র জমা দেন৷ একই সঙ্গে এদিন মনোনয়নপত্র পেশ করেন উত্তর কলকাতার বামফ্রন্ট প্রার্থী কনীনিকা বসু ঘোষ৷

জনস্রোতে ভেসে মনোনয়ন পেশ ৪ বাম প্রার্থীর

কলকাতা: জনস্রোতে ভেসে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্টের ৪ প্রার্থী। বারাসত জেলা শাসকের দপ্তরে এদিন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য, বারাসত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস, বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত মনোনয়নপত্র জমা দেন৷ একই সঙ্গে এদিন মনোনয়নপত্র পেশ করেন উত্তর কলকাতার বামফ্রন্ট প্রার্থী কনীনিকা বসু ঘোষ৷

জনস্রোতে ভেসে মনোনয়ন পেশ ৪ বাম প্রার্থীরএদিন বারাসত থানার সামনে থেকে সুসজ্জিত, বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিলে প্রার্থীর সঙ্গে ছিলেন বামফ্রন্টের নেতা কর্মী ও সমর্থকরা। বর্ণাঢ্য এই মিছিলে বহু মানুষ বামফ্রন্টের প্রার্থীদের অভিনন্দন জানান। মিছিল থেকে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বানের পাশাপাশি স্লোগান ওঠে কেন্দ্রের মোদি ও রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে৷

জনস্রোতে ভেসে মনোনয়ন পেশ ৪ বাম প্রার্থীরবুধবার নিজের মনোনয়ন পেশ করার আগে রূপান্তরকামীদের সঙ্গে বৈঠক করেন কনীনিকাদেবী৷ রূপান্তরকামীদের অধিকার আদায়ের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে ইতিমধ্যেই ইস্তাহার প্রকাশ করেছে বামফ্রান্ট৷ এবার সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে বৈঠকে বসেন বামনপ্রার্থী৷  উদ্যোগ রাজ্যে এই প্রথম। স্বভাবতই এতে আশার আলো দেখছেন রূপান্তরকামীরা৷

জনস্রোতে ভেসে মনোনয়ন পেশ ৪ বাম প্রার্থীরকনীনিকা সংবাদমাধ্যমে জানান, ‘‘নির্বাচন মানে অনেক আলাপ-আলোচনার সুযোগ। আমাদের ইস্তাহারে এবার এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের অধিকারের কথা তুলে ধরা হয়েছে। সে লড়াই চলবে নির্বাচনের পরও। তা নিয়েই আলাপচারিতার একটা মঞ্চ তৈরির হয়েছে৷ সিপিএম প্রান্তিক মানুষদের কথা বলে। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। আমরা ওঁদের বলতে চেয়েছি, যে লড়াইয়ের কথা জানানো হয়েছে ইস্তাহারে, তা চলবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =