প্রতিটি ভোটারের হবে থার্মাল স্ক্যানিং! তাপমাত্রা বেশি হলে বিশেষ টোকেন

প্রতিটি ভোটারের হবে থার্মাল স্ক্যানিং! তাপমাত্রা বেশি হলে বিশেষ টোকেন

কলকাতা: করোনা সংক্রমণের সতর্কতায় নির্বাচন কমিশন এইবার বিধানসভা নির্বাচনে ভোটের লাইনে দাঁড়ানো প্রতিটি ভোটারের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও অন্যান্য আধিকারিকরা আজ আলিপুরে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় বলেন, থার্মাল স্ক্যানিংয়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে তাকে বিশেষ টোকেন দেওয়া হবে। ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে তাদের টোকেন নিয়ে লাইনে দাঁড়ানোর অনুমতি দেওয়া হবে। 

আরও জানা গিয়েছে, ভোট কর্মীদের সুরক্ষায় তাদের মাস্ক, ফেসশিল্ড, স্যানিটাইজার ও গ্লাভস দেওয়া হবে। ভোটারদেরও আবশ্যিক ভাবে গ্লাভস পরে ভোট দিতে হবে। ভিড় এড়াতে এইবার একটি বুথে সর্বোচ্চ এক হাজার ভোটার ভোট দিতে পারবেন। মোট বুথ সংখ্যা ৭৮ হাজার ৯০৩ থেকে বেড়ে এক লক্ষ এক হাজার ৯১৬ করা হয়েছে। প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের সুবিধায় সব বুথ নিচতলায় করা হবে। একইসঙ্গে, প্রতিটি বুথের পাশে আরো একটি অতিরিক্ত কক্ষ বরাদ্দ থাকবে। আশি বছর বয়সের বেশি ভোটাররা ইচ্ছা প্রকাশ করলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। প্রার্থীদের খরচ বাড়িয়ে ত্রিশ লক্ষ আশি হাজার টাকা করা হয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন প্রার্থী সর্বাধিক দুইজনকে সঙ্গে নিয়ে তার কক্ষে প্রবেশ করতে পারবেন। সিভিজিল অ্যাপে কেউ অভিযোগ জানালে একশো মিনিটের মধ্যে তার সুরাহা করতে হবে বলে কমিশন জানিয়েছে।

ইতিমধ্যেই, আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীদের টিকাকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে প্রাথমিকভাবে কতজনকে টিকা দেওয়া হবে দপ্তর ইতিমধ্যেই তার একটা হিসাব তৈরি করেছে। প্রায় সাড়ে চার লক্ষ ভোট কর্মীকে টিকা দেওয়া হবে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =