Aajbikel

ডিসেম্বরেই টেট, দিন ঘোষণা করে দিল পর্ষদ

 | 
গৌতম

কলকাতা: গত বছরের ডিসেম্বর মাসের ১১ তারিখ হয়েছিল টেট পরীক্ষা। এবছর সেই একই মাসে পরীক্ষা হলেও বদলে যাচ্ছে দিন। তবে বেশিদিন পিছোচ্ছে না টেট পরীক্ষা। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সভাপতি গৌতম পাল জানিয়েছেন, অনেকে এ বছর টেটে বসতে পারবেন না। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। 

চলতি বছর টেট পরীক্ষা হচ্ছে ১০ ডিসেম্বর, রবিবার। দীর্ঘ ৫ বছর পর ২০২২ সালে টেট অনুষ্ঠিত হয়েছিল। তখনই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, প্রতি বছর নিয়ম করে টেট হবে। এ বছরেও তাই ডিসেম্বরে টেটের আয়োজন করছে পর্ষদ। তবে তাঁর বক্তব্য, বিএড যাঁরা করেছেন তাঁরা এ বছর টেটে বসতে পারবেন না। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। তবে ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন, তাঁরা টেট দিতে পারবেন। তাছাড়া, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তারাও নতুন করে এবছর ফর্ম পূরণ করতে পারেন। পর্ষদ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে টেটের ফর্ম পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা।  

প্রায় ৭ লক্ষ জন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ২০২২ সালে। বছর ঘুরতেই আবার এই পরীক্ষা নিয়ে প্রস্তুতি শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও আইনি জটে আটকে ২০২২ টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। তবে তাতে নতুন করে পরীক্ষা নিতে কোনও অসুবিধা নেই। পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য ছিল যে, প্রত্যেক বছর টেট হবে, দু'বার নিয়োগ হবে বছরে। স্বচ্ছতা মেনেই পরীক্ষা নেওয়া হবে। 

Around The Web

Trending News

You May like