Aajbikel

৮২ না ৮৩? টেট মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখল হাই কোর্ট

 | 
অভিজিৎ

কলকাতা: টেট মামলায় বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়৷ ৮২ না ৮৩, টেট পাশের জন্য কত নম্বর যোগ্য বলে গণ্য করা হবে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ওই মামলায় ৮২ নম্বর পেলেই প্রার্থীরা উত্তীর্ণ বলে ধরে নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু, সেই রায়ের বিরোধিতা করে আদালতে যায় কিছু প্রার্থী৷ওই মামলার শুনানিতেই মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের  নির্দেশ বহাল রাখেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত।

প্রসঙ্গত, টেটের পাশ মার্ক সংক্রান্ত একটি মামলায় গত ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২০১৪ এবং ২০১৭-র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ নমেবর পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে ধরা হবে৷ তাঁরা ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগও পাবেন। এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ ও এনসিটিই-র রিপোর্ট উল্লেখ করেই এই রায় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বোর্ড সেই সিদ্বান্ত মেনে নিয়ে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করে দেয়৷

সেই সময় বেশ কিছু চাকরিপ্রার্থী কলকাতা হাই কোর্টের মামলা করেন। তাঁদের দাবি, ৮২ পেলে পাশ নয়, পাশের জন্য ৮৩ পেতে হবে। সেই নম্বরই ধার্য করা হোক৷ এদিকে,  ৮২ পেয়ে ইন্টারভিউ দিয়ে ফেলেছেন ১০ হাজার চাকরিপ্রার্থী৷  তারই মধ্যে হয় এই মামলা। তবে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে হাই কোর্ট৷  

Around The Web

Trending News

You May like