শিক্ষক নিয়োগের দাবি উঠতেই চাকরিপ্রার্থীদের পিটিয়ে তাড়াল পুলিশ!

শিক্ষক নিয়োগের দাবি উঠতেই চাকরিপ্রার্থীদের পিটিয়ে তাড়াল পুলিশ!

c4edb52b97a7e0e53dde230caceba656

কলকাতা: বৃহস্পতিবার বাম যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযানের পর আজ আবার উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে নবান্ন অভিযান ঘিরে ফের উত্তাপ ছড়াল রাজধানীর রাজপথে৷ আজ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফে ডাকা ‘নবান্ন চলো’ অভিযান রুখতে শক্তি  দেখাল পুলিশ৷ আজ সকালে শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিগ-বাজার থেকে গান্ধী-মূর্তির পাদদেশ পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় চাকরিপ্রার্থী মঞ্চের তরফে৷ প্রায় ২ ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ৷ পরে ব্যারেড ভেঙে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ৷ শুরু হল লাঠিচার্জ৷ ঘাড় ধাক্কা দিয়ে হবু শিক্ষকদের থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ 

আজ শতাধিক সফল টেট প্রার্থী মিছিল করে নবান্নের দিকে এগিয়ে যেতে চাইলে কলকাতা পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে৷ এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা৷ এর ফলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলে পরিস্থিতি অতি-উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের লাঠিচার্জের ফলে আন্দোলনকারীদের মধ্যে ১২ জন জখম হয়েছেন বলেও জানা গিয়েছে৷  ঘাড় ধাক্কা দিয়ে হবু শিক্ষিকাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে৷ লাঠিচার্জের পরেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার পাশাপাশি ৭৪ জনকে আটক করে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের৷ 

আপার-প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কয়েকদফা দাবি নিয়ে আজ নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরিপ্রার্থী মঞ্চ। বেশ কিছুদিন আগে একটি সাংবাদিক বৈঠক করে মঞ্চের কর্তারা এই উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান৷ এছাড়াও মঞ্চের তরফ থেকে দাবি জানানো হয়, ঘোষিত ১৪৩৩৯ টি শূন্যপদের সাথে কমিশন কর্তৃক কোর্টে জমা দেওয়া  ৫০০১ এবং বিকাশ ভবন সূত্রে ৫১০৮টি  বর্ধিত শূন্যপদ যুক্ত করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *