কলকাতা: পশ্চিমবঙ্গ যে ক্রমশ আল কায়দার ঘাঁটিতে পরিণত হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে গোয়েন্দা সংস্থার আইবি রিপোর্ট। এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল। জানা গেল বাংলায় বড়সড় হামলার ছক কষেছে আল কায়েদার স্লিপার সেল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA।
গত সেপ্টেম্বরেই মুর্শিদাবাদ থেকে এনআইএ ছয় জঙ্গিকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক। সন্দেহভাজন ব্যক্তির নাম আবদুল মোমিন মণ্ডল৷ বয়স ৩২ বছর, মুর্শিদাবাদের বাসিন্দা৷ পশ্চিমবঙ্গ ও কেরালার আল-কায়েদার মামলায় ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর৷ উল্লেখ্য, এই ব্যক্তি দেশের সন্দেহভাজন আল-কায়েদার শাখার সঙ্গে জড়িত থাকার সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে, আবদুল মোমিন তাদের মধ্যে নবম ব্যক্তি৷ সন্ত্রাসবিরোধী তদন্তকারী সংস্থাটি ২০২০ সালের ১১ সেপ্টেম্বর ১০ জনের বেশি জেহাদির বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করে৷ সংস্থার অফিসারদের মতে, সন্ত্রাসবাদীরা বিশ্বজুড়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদা দ্বারা অনুপ্রাণিত৷ এরা পশ্চিমবঙ্গ, দিল্লি এবং কেরালার মধ্যে সীমাবদ্ধ নয়৷ বরং দেশের বিভিন্ন স্থানে দেশবিরোধী ও সন্ত্রাসবাদী কাজ চালানোর পরিকল্পনা করছে৷
NIA এখনও পর্যন্ত যে সব আল কায়দার জঙ্গিদের গ্রেফতার করেছে তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে আল কায়দার স্লিপার সেলের মাধ্যমেই সম্ভবত এই রাজ্যে হামলার ছক কষা হচ্ছে। এক্ষেত্রে রাজ্যের বেশ কিছু রাজনৈতিক নেতার নামও উঠে এসেছে। জানা গিয়েছে তারাও রয়েছেন আল কায়দার নিশানায়। এও জানা গিয়েছে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পাকিস্তানের করাচি ও পেশোয়ারে নতুন কম্পিউটার সেন্টার খোলা হয়েছে। পশ্চিমবঙ্গে আল-কায়দা সংগঠন বিস্তারের পিছনে জামাত-উল-মুজাহিদিনের সক্রিয় ভূমিকা রয়েছে বলেও জানিয়েছে NIA।