কলকাতা : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। হুগলির ডানকুনিতে ভোজ্য তেলের কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার উপরে। হতাহতের খবর নেই। ডানকুনির ভোজ্য তেলের কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ হঠাৎই ভোজ্য তেলের কারখানা সংলগ্ন বন্ধ গদি তৈরির কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভোজ্য তেলের কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গেলেও, তাতে পর্যাপ্ত জল ছিল না বলে অভিযোগ। এমনকী দমকলের বাকি ৯ টি ইঞ্জিন দেরি করে আসায় আগুন নেভাবার কাজ অনেকটাই দেরি হয় বলে অভিযোগ। দমকলের গাফিলতির জেরেই কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে অভিযোগ শ্রমিকদের।যদিও, আগুন নেভানোর কাজে দমকলের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর হোসেন। শটসার্কিট থেকেই আগুন বলে অনুমান।
তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতা : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। হুগলির ডানকুনিতে ভোজ্য তেলের কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার উপরে। হতাহতের খবর নেই। ডানকুনির ভোজ্য তেলের কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ হঠাৎই ভোজ্য তেলের কারখানা সংলগ্ন বন্ধ গদি তৈরির কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভোজ্য তেলের কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা