উত্তরাখণ্ডে ভয়ঙ্কর তুষারধস! চার জেলায় জারি হাই অ্যালার্ট, নিখোঁজ বহুমানুষ

উত্তরাখণ্ডে ভয়ঙ্কর তুষারধস! চার জেলায় জারি হাই অ্যালার্ট, নিখোঁজ বহুমানুষ

দেরাদুন: উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভয়ঙ্কর তুষারধস৷ হিমবাহ ধ্বসে যাওয়ার কারণে ব্যাপক ধ্বংসলীলা। রেনি গ্রামের কাছে হিমবাহ ভেঙে যাওয়ার ফলেই এমন বিপদ নেমে এসেছে৷ যেন  ৮ বছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি যেন ফের ফিরে এসেছে৷ ইতিমধ্যেই রাজ্যের চার জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নিখোঁজ অন্তত দেড়শো। আশঙ্কা, বেশ কয়েকজন হতাহত হয়েছেন ধসের কবলে পড়ে। এদিকে প্রবল বেগে জলস্তর বাড়ছে ঋষিগঙ্গা নদীর৷

ধসের কারণে ভাঙন ধরেছে ধৌলিগঙ্গার বাঁধে। নদীর ধারে থাকা বহু ঘরবাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঋষিকেশ ও হরিদ্বারে জারি হয়েছে বন্যা সতর্কতা। ধৌলিগঙ্গা হিমবাহ ধ্বসের কারণে তপোবনও ক্ষতির মুখে পড়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধ্বংসলীলা বিভিন্ন ছবি৷ ‘প্রে ফর উত্তরাখন্ড’ টুইট করছেন নেটিজেনরা৷ 

আগাম সতর্কতা অবলম্বন করে ভাগিরথীর গতিপথ রুদ্ধ করা হয়েছে। সেজন্য খালি করে দেওয়া হয়েছে শ্রীনগর ও ঋষিকেশ বাঁধ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *