ফুরচ্ছে রাজ্য সভাপতি পদের মেয়াদ, দিলীপের বদলে দায়িত্বে কে? জল্পনা তুঙ্গে

ফুরচ্ছে রাজ্য সভাপতি পদের মেয়াদ, দিলীপের বদলে দায়িত্বে কে? জল্পনা তুঙ্গে

কলকাতা: আগামী ডিসেম্বরেই বিজেপি’র রাজ্য সভাপতি বদল৷ কে আসতে চলেছেন দিলীপ ঘোষের পর? তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা চলছে৷ চার মাস আগে থেকেই রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে উঠে এসেছে একাধিক নাম৷ 

আরও পড়ুন- ‘উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল’, মুকুলের মুখে উলোট পুরাণ!

দিলীপ ঘোষের পর রাজ্য বিজেপি সভাপতি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব৷ এ বিষয়ে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে একাধিক নাম প্রস্তাব করেছেন দিলীপ ঘোষ৷ নাড্ডা নিজেই নাম চেয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতির কাছে৷ কারণ ডিসেম্বর মাসেই তাঁর মেয়াদ ফুরিয়ে যাচ্ছে৷ সূত্রের খবর, এই দৌড়ে রয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রায়গঞ্জের বিধায়ক দেবশ্রী চৌধুরী৷ তালিকায় রয়েছেন আরএসএস দক্ষিণবঙ্গ ক্ষেত্রের সম্পর্ক প্রমুখ বিদ্যুৎ মুখোপাধ্যায় ও আরএসএস-এর প্রচারক সুব্রত চট্টোপাধ্যায়৷  

দলের সংবিধান অনুযায়ী এক জন নেতা  সর্বোচ্চ দু’দফায় সভাপতি থাকতে পারেন৷ এক একটি দফা হয় ৩ বছরের৷ ২০১৫ সালের ডিসেম্বর মাসে দিলীপ ঘোষকে রাজ্য বিজেপি সভাপতি পদে বসানো হয়৷ সেই হিসাবে ২০২১-এ ৬ বছর পূর্ণ করবেন তিনি৷ ফলে দলের নিয়ম অনুযায়ী এবার অন্য কাউকে দায়িত্ব দিতে হবে৷ তবে যাঁকেই রাজ্য সভাপতি পদে দায়িত্ব দেওয়া হোক না কেন, লোকসভা ভোটের গুরুদায়িত্ব তাঁকে পালন করতে হবে৷ এমতাবস্থায় দিলীপ ঘোষের কাছে নাম জানতে চেয়েছিলেন জেপি নাড্ডা৷ তার ভিত্তিতে চার থেকে পাঁচটি নাম জমা দেন দিলীপ ঘোষ৷

আরও পড়ুন- ফের জেলা সফরে মমতা, খতিয়ে দেখবেন বন্যা পরিস্থিতি

পাশাপাশি আরএসএস দফতর থেকেও বেশ কয়েকটি নাম ভেসে আসছে৷ সাংগঠনিক শীর্ষ পদে কাউকে বসাতে গেলে আরএসএস-এর শিলমোহর দরকার৷ আরএসএস-এর সম্মতি ছাড়া বিজেপিও কোনও সিদ্ধান্ত নেয় না৷ বঙ্গ বিজেপি সভাপতি হিসাবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের নজরেও কয়েকটি নাম রয়েছে৷ যেমন দিল্লির নজরে রয়েছেন জ্যোতির্ময়৷ তবে রাজ্যসভাপতি নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *