কংগ্রেস-তৃণমূলের সংঘাতে নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার

কংগ্রেস-তৃণমূলের সংঘাতে নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার

43566c5bf554967cd1941ce12962a864

 

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে তুমুল উত্তেজনা৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বচসা, হাতাহাতিতে ধুন্ধুমার৷ ৪৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী শক্তিপ্রতাপ সিং-এর অভিযোগ, হাওড়া থেকে গুণ্ডা আনা হয়েছে৷ এই ৪৫ নম্বর ওয়ার্ডেই ভোটের দিন দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল৷ আজ ফল ঘোষণার পর ফের উত্তেজনা ছড়ায়৷  কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক জেতার পরেই নেতাজি ইন্ডোরের সামনে হাতাহাতিতে জড়ায় দুই দলের কর্মীরা৷ 

আরও পড়ুন- ৩৭ হাজার ভোটে জয়ী তৃণমূলের অনন্য, জয়ী বিজেপি’র মীনাদেবী

প্রসঙ্গত, ভোটের দিন বুথের ভিতরেই হাতাহাতিতে জড়িয়েছিল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের নির্বাচনী এজেন্ট অমিতাভ চক্রবর্তীকে মাটিতে ফেলে কিল, চড়, লাথি মারা হয়৷ টেনে হিঁচড়ে বুথ থেকে বার করে দেওয়া হয় তাঁকে৷ ঘটনায় আক্রান্ত হন ৪৫ নং ওয়ার্ডের কংগ্রেস এজেন্ট৷ আর সবটাই ঘটে পুলিশের উপস্থিতিতে৷ এই ঘটনার পরেই ভোট কেন্দ্রে অবস্থানে বসে পড়েন কংগ্রেস প্রার্থী৷ দুই দলের সংঘাতে ধুন্ধুমার কণ্ড বেঁধেছিল ব্রেবোর্ন রোডে৷  অন্যদিকে, সন্তোষ পাঠকের অভিযোগ ছিল,  ‘এখানে বাইরে থেকে লোক এনে ভোট করানো হয়েছে৷ ৪ জনকে আমরা ধরেছি৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *