অস্ত্র হাতে দাপাদাপি, তৃণমূল নেতার গুলি চালানোর ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়া মালদা

অস্ত্র হাতে দাপাদাপি, তৃণমূল নেতার গুলি চালানোর ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়া মালদা

আগরতলা:  আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ভিডিয়ো ঘিরে তোলপাড় মালদার হরিশ্চন্দ্রপুর৷ অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের দেওরকে গ্রেফতার করেছে পুলিশ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, আস্থা ভোটে ভয় দেখাতেই এই অস্ত্র মজুত করা হয়েছে৷ এই ঘটনায় দূরত্ব বজায় রেখেছে তৃণমূল৷ আক্রমণ শানিয়েছে বিজেপি৷ 

আরও পড়ুন- মাজারে চাদর চড়ালেন শিশির অধিকারী! ‘ভোট প্রচারে নেমেছেন’ কটাক্ষ শাসকদলের

আগ্নেয়াস্ত্র হাতে প্রাকটিস করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দেওর৷ আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের উৎসাহে চালিয়ে দিলেন গুলি৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিয়ো ঘিরে তোলপাড় মালদার হরিশ্চন্দ্রপুর৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷ স্থানী সূত্রে দাবি, ওই ভিডিয়োতে যাঁকে গুলি চালাতে দেখা গিয়েছে তিনি তৃণমূল পরিচালিত মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দেওর আরজাউল হক৷ কেন হঠাৎ তিনি গুলি চালালেন তা স্পষ্ট নয়৷ তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেও৷ 

কয়েক দিন আগে মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই সদস্যরা৷ শীঘ্রই তার তলবি সভা হওয়ার কথা৷ তার ঠিক আগে পঞ্চায়েত প্রধানের দেওরের এই ভিডিয়ো দেখার পর অস্ত্র মজুতের আশঙ্কা করা হচ্ছে৷ স্থানীয় তৃণমূল নেতা উজিব আলি বলেন, গত ২ অক্টোবর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে৷ সেই কারণেই অস্ত্র মজুত৷ অস্ত্র হাতে পঞ্চায়েত প্রধানের দেওরের ভিডিয়ো ভাইরাল৷  আশঙ্কা, পঞ্চায়েত প্রধানের স্বামী বাবর আলি এবং তাঁর ভাই এই অস্ত্র মজুত করেছে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাবর আলি৷ যদিও এই ভিডিয়োর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মীকে৷ 

মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, স্থানীয় পুলিশ প্রশাসন গা ছাড়া৷  তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী থেকে প্রধান, প্রধানের দেওর সকলেই শ্যুট করা শুরু করে দিয়েছে৷ আগ্নেয়াস্ত্রের ব্যবহার শিখছেন তাঁরা৷ অন্যদিকে, মালদা জেলায় তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন রয়েছে৷ অপরাধী যে দলেরই হোক না কেন, পুলিশ প্রশাসন নির্ভয়ে তাঁদের ধরতে পারে৷ উপযুক্ত শাস্তি দিতে পারে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =