সামশেরগঞ্জ: সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে কংগ্রেস প্রার্থীর নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ৷ কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে এই হামলা চালানো হয়েছে৷ এমনই অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে৷ যদিও সেই অভিযোগ খারিজ করে দেন কংগ্রেস প্রার্থী জইদুর রহমান৷
আরও পড়ুন- সকালেই ধাক্কা প্রিয়াঙ্কার, ইভিএম কারচুপির অভিযোগ খারিজ করল কমিশন
আমিরুল বলেন, রাত ২টো নাগাদ হঠাৎ কংগ্রেস প্রার্থী জইদুর রহমান এবং জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাদক্ষ ও কংগ্রেসের দুষ্কৃতীরা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়৷ সেই ভিডিয়ো ফুটেজও আছে৷ ওই কর্মীর বাড়িতে সিসিটিভি লাগানো ছিল৷ সেখানে কংগ্রেসের দুষ্কৃতীদের লোহার রড, বাঁশ হাতে দেখা গিয়েছে৷ ভোটের আগে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছিল৷ কংগ্রেস প্রার্থীকেও সশস্ত্র অবস্থায় দেখা গিয়েছে বলে অভিযোগ৷ যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জইদুর রহমান৷ প্রসঙ্গত, যে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে, তার অদূরেই তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বাড়ি৷