ফের তপ্ত শুভেন্দুর খাসতালুক, শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

ফের তপ্ত শুভেন্দুর খাসতালুক, শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

 

ভগবানপুর: ভোট মিটলেও অশান্তিতে ছেদ নেই৷ ফের বোমাবাজিতে কেঁপে উঠল এলাকা৷ বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালিয়ে বোমাবাজি ও লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর থানার মহম্মদপুর ১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিমবাড় এলাকার ঘটনা৷ আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক৷

দিনে দুপুরে ভগবানপুর থানার মহম্মদপুর এলাকায় একাধিক বিজেপি কর্মীর দোকান লক্ষ করে বোমাবাজি, ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷  বিজেপির অভিযোগ, হামলার পাশাপাশি এদিন এলাকার একাধিক বিজেপি কর্মীকে ভগবানপুর কাঁটাখালি এলাকায় একটি দলীয় পার্টি অফিসে আটকে রেখে মারধর করা হয়৷ ঘটনার খবর পেয়ে আসে ভগবানপুর থানার পুলিশ।

এলাকার বিজেপি নেতা দেবব্রত করের অভিযোগ, ‘‘ভগবানপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারেনি। তাই ওরা এলাকা দখল করা শুরু করেছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই বিজেপি কর্মীর দোকানঘর লক্ষ্য করে বোমাবাজি করল তৃণমূলের দুষ্কৃতীরা৷ এমনকি আমাদের বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থককে স্থানীয় একটি দলীয় তৃণমূলের পার্টি অফিসে আটকে রেখে মারধর করে। আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। অথচ সব জেনেও পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না৷’’

পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে৷ যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল কংগ্রেসের জেলাম কো-অডিনেটর মামুদ হোসেন বলেন, ‘‘ওই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়৷ বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা। আদি এবং নব্য বিজেপির লড়াই কারণে এমনই ঘটনা। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য প্রকাশ পাবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − six =