দেবের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ঘিরে তুঙ্গে টলিপাড়ার উত্তেজনা

কলকাতা : ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ দেব এন্টারটেইনমেন্ট ভেনচারস-এর এই নতুন ছবি ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে টলিপাড়ায়। রাজ্যের নাম বোম্বাগড়। সেই রাজ্যেই রাজত্ব চালান রাজা হবুচন্দ্র ও তাঁর মন্ত্রী গবুচন্দ্র। রাজ্যে রাজা আছেন আর রানি থাকবেন না তাও আবার হয় না কি? রাজ্যে আছেন রানি কুসুমকুমারীও। রাজার কৃপায় সুখে স্বাচ্ছন্দেই বসবাস করেন রাজ্যের বাসিন্দারাও। এবার

দেবের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ঘিরে তুঙ্গে টলিপাড়ার উত্তেজনা

কলকাতা : ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ দেব এন্টারটেইনমেন্ট ভেনচারস-এর এই নতুন ছবি ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে টলিপাড়ায়। রাজ্যের নাম বোম্বাগড়। সেই রাজ্যেই রাজত্ব চালান রাজা হবুচন্দ্র ও তাঁর মন্ত্রী গবুচন্দ্র। রাজ্যে রাজা আছেন আর রানি থাকবেন না তাও আবার হয় না কি? রাজ্যে আছেন রানি কুসুমকুমারীও। রাজার কৃপায় সুখে স্বাচ্ছন্দেই বসবাস করেন রাজ্যের বাসিন্দারাও। এবার এই গল্পকেই বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। আর তাঁর পথ চলার সঙ্গী দেব অর্থাৎ দেব এন্টারটেইমেন্ট ভেনচারস।

ছবিতে রাজা হবুচন্দ্র শ্বাশত চট্টোপাধ্যায়, গবুচন্দ্র খরাজ মুখোপাধ্যায় আর রানির চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়। দক্ষিণারঞ্জন মিত্রর গল্প অবলম্বনেই তৈরি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। ছবির মূল আকর্ষণ হল ছবির স্ক্রিপ্ট। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন কবীর সুমন। ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’-র মতো গল্প আমরা বড় পর্দায় দেখেছি। ছোটবেলা থেকে যে গল্প শুনে বড় হয়ে ওঠা সেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-র গল্পই এবার বড় পর্দায় স্বভবতই খুশির হাওয়া দর্শকমহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =