রণক্ষেত্র বীজপুর, শুভ্রাংশর বাড়ির সামনেই চলল তাণ্ডব, তছনছ তৃণমূলের ক্যাম্প

রণক্ষেত্র বীজপুর, শুভ্রাংশর বাড়ির সামনেই চলল তাণ্ডব, তছনছ তৃণমূলের ক্যাম্প

বীজপুর:  ষষ্ঠ দফার ভোটে উত্তপ্ত কাঁচড়াপাড়া৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীজপুর৷ তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে৷ মাটিতে ফেলে মারা হল তৃণমূল কর্মী সমর্থকদের৷ রীতিমতো লাঠি, মোটা কাঠ হাতে দাপিয়ে বেড়াল বিজেপি কর্মীরা৷ রাস্তায় ফেলে আছড়ে ফেলে ভাঙা হল চেয়ার৷ কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্বেও চরম বিশৃঙ্খলা বীজপুরে৷ 

আরও পড়ুন- ব্যারাকপুরে ব্যাপক বোমাবাজি, এক শিশু সহ জখম ৬

যে জায়গায় গন্ডগোল, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে শুভ্রাংশু রায়ের বাড়ি৷ এখানে তৃণমূল কংগ্রেসের একের পর এক ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়৷ ছেড়া হয় ফেস্টুন৷ লন্ডভন্ড করে দেওয়া তৃণমূল কর্মীদের বসার জায়গা৷ বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের কর্মীদের মারধর করেছে তৃণমূল৷ গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের উপর প্রথমে তৃণমূল হামলা চালায়, সে কারণেই পাল্টা মারধর করে তারা৷ দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় বীজপুর৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে৷ কিন্তু পুলিশের সামনেও চলে এই তাণ্ডব৷ দীর্ঘক্ষণ ধরে চলে অশান্তি৷ তৃণমূল কংগ্রেসের অস্থীয় ক্যাম্পের টেবিল চেয়ার ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়েছে৷ এদিন সকাল থেকেই উত্তপ্ত বীজপুর৷  মাথা ফাটানো হয়েছে৷ বয়স্ক মহিলাকে মারধর করা হয়েছে৷ ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীকে কোপানোর চেষ্টা হয়েছে৷ আবার পাল্টা বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে৷ ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের মাথা ফাটানো হয়েছে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তিও বাড়ে৷ বেলা বাড়তে ফের উত্তপ্ত হয়ে ওঠে বীজপুর৷ পরিস্থিতি সামাল দিতে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷ শুভ্রাংশু রায় এলাকায় থাকা সত্বেও তাঁকে কোও পদক্ষেপ করতে দেখা গেল না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 3 =