ভাঙড়: পঞ্চায়েত ভোটর নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়৷ মনোনয়ন পর্বে চূড়ান্ত অশান্তি হয়েছে এখানে৷ তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে দু’পক্ষেরই একাধিক কর্মীর মৃচ্যু হয়েছে৷ এমনকী ভোটের আগের দিনও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের ভগবানপুরে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা করা হয়। শুধু ভগবানপুরই নয়, ভাঙড়ের বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা হয়েছে। অভিযোগের তীর সেই তৃণমূলের বিরুদ্ধেই৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷ এই আবহে ভোটের দিন সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়৷ চালতাবেড়িয়ায় গুলিবিদ্ধ আইএসএফ কর্মী৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ৷
ভোট দিতে যাওয়ার সময় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে৷ সেই সময়ই এক আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হন বলে জানা যাচ্ছে৷ রক্তাক্ত অবস্থায় ওই আইএসএফ কর্মীকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। তবে যে কোনও সময় ফের অশান্ত হয়ে উঠতে পারে ভাঙড়। আজ ভাঙড়ে যাবেন রাজ্যপাল৷