বারাকপুর: দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের মেঝের টাইলস উঠে যাওয়াকে কেন্দ্রে করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকে স্কাইওয়াক ভেঙে পড়েছে বলে নানা ধরনের পোস্ট করে। যা নিয়ে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, সামান্য একটি বিষয়। বড় কোনও অঘটন কিছু ঘটেনি। কিন্তু, নানা ধরনের বিভ্রান্তিমূলক প্রচার করা হয়েছে। অনেকে আবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। এই বিষয়ে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মন্দিরের ট্রাস্টি কমিটির সম্পাদক কুশল চৌধুরি বলেন, অতিরিক্ত গরমের জন্য মেঝের কিছুটা অংশ উঠে গিয়েছিল। তা ঠিক করে দেওয়া হয়েছে। সামান্য বিষয়। সেটা নিয়ে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে। স্কাইওয়াক দিয়ে হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন। এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্টে ভক্তরা আতঙ্কিত হয়ে পড়বেন।