কলকাতা : হাঁসফাঁস গরম থেকে স্বস্তি তো দূরস্ত, উলটে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া আফিস। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহ হতে পারে। কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও, হাওয়া অফিসের পূর্বাভাস, মহানগরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি থাকবে।
আদ্রতার পরিমাণ বেশি থাকায়, অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আগামী পাঁচ দিনের মধ্যেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের। কারণ, ফনি সমস্ত জলীয় বাষ্প টেনে নিয়ে চলে গিয়েছে। ফলে আর্দ্র বাতাস সমুদ্রের থেকে প্রবেশ করছে না রাজ্যে। দক্ষিণ পুড়লেও, উত্তরবঙ্গে দার্জিলিং সহ ৫ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।