temperature
কলকাতা: রোদ ঝলমলে আকাশেই কেটেছে বাঙালির শারদোৎসব৷ ঘূর্ণিঝড় চোখরাঙালেও বাংলার উপর তার প্রভাব বিস্তার করতে পারেনি৷ বরং ‘হামুন’ এগিয়ে গিয়েছে বাংলাদেশে৷ পুজো শেষে এবার বঙ্গজুড়ে শীতের আমেজ৷ হাওয়া অফিস জানিয়েছেন ঘূর্ণিঝড়ের চাপ সরতেই উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে রাজ্যে। আগামী দু-তিন দিন রাতের দিকে তাপমাত্রা খানিকটা কমবে বলেও মিলেছে ইঙ্গিত। ঘূর্ণিঝড় বাংলাদেশে সরে যাওয়ায় আপাতত বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলেও আশ্বস্ত করেছে আলিপুর।
বুধবার হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের উপর আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় হামুন। ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে দক্ষিণ চট্টগ্রামে স্থলভাগে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। যদিও ধীরে ধীরে তা শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। পরে আরও শক্তি হারিয়ে নিম্নচাপের রূপ নেবে৷ এর জেরে এ রাজ্যে আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে হামুনের দাপটে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উপকূল আজও উত্তাল থাকবে৷ নিরাপত্তার খাতিরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, নিম্নচাপের জেরে ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। আপাতত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশিই অনুভূত হবে। আগামী দু-তিন দিনের মধ্যে গোটা রাজ্যজুড়েই দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন ঘটবে। তবে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে৷ তখন আর শীতের আমেজ থাকবে না। তবে অন্যান্য জেলাগুলিতে সকালে এবং সন্ধ্যায়র দিকে ঠাণ্ডা অনুভূত হবে৷