Aajbikel

প্রেমদিবসে কেমন থাকবে আবহাওয়া? শীতের স্পেল আর কত দিন?

 | 
শীত

 কলকাতা: ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মরশুম৷ আগামী বুধবার একইসঙ্গে আবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে। ফলে ওই দিন যে ছাত্রছাত্রী, প্রেমিক-প্রেমিকাদের বাড়তি উন্মাদনা থাকবে, তা বলাই বাহুল্য৷ কিন্তু সেদিনের আনন্দে বাধ সাধবে না তো আবহাওয়া? কেমন থাকবে সরস্বতী পুজোয় ওয়েদার? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি তাপমাত্রা খানিকটা বাড়বে। পারদ পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে রাতের দিকে শীত লাগবে৷ তবে রাজ্য থেকে কবে পাকাপাকি বিদায় নেবে শীত, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। 

গত কয়েকদিন ধরে ফের বঙ্গজুড়ে শীতের প্রকোপ বেড়েছে। ভোর ও রাতের দিকে বেশ ভালোই শীত মালুম হচ্ছে৷  হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার পর্যন্ত নিম্নমুখীই থাকবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। রবিবারও শীত শীত ভাব বজায় থাকবে। তবে সোমবার থেকে ফের চরবে পারদ। মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা৷ তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার তাপমাত্রা বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট দেখা যাবে৷ মালদহ ও দুই দিনাজপুরে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা।

Around The Web

Trending News

You May like