রাজ্যে ফের কমবে তাপমাত্রা, বৃষ্টি হবে কি? আপডেট দিল হাওয়া অফিস

রাজ্যে ফের কমবে তাপমাত্রা, বৃষ্টি হবে কি? আপডেট দিল হাওয়া অফিস

temperature

কলকাতা: গত মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি৷ খুব সামান্য হলেও বৃহস্পতিবার রাতেও কলকাতায় বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর৷ কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকাতেও৷ তবে শুক্রবার থেকে আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েক দিনে রাজ্যের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উল্টে কিছুটা নামতে পারে পারদ৷ 

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস৷  যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু’দিনে রাজ্যের তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। পারদ নামবে রাতেও৷ এর পর থেকে গরম ভাব শুরু হবে। শীত অনেকটাই কমে যাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *