বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, ভরা পৌষে বাংলা থেকে উধাও শীত! বৃষ্টি হবে কি?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, ভরা পৌষে বাংলা থেকে উধাও শীত! বৃষ্টি হবে কি?

কলকাতা: শীতের জমজমাটি ইনিংসের মাঝে বাধা হয়ে হাজির ঘূর্ণাবর্ত৷ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে বড়দিনের আগে শহর থেকে কার্যত উধাও শীত। এক ধাক্কায় কলকাতা-সহ গোটা রাজ্যের পারদ চড়ল বেশ খানিকটা৷ ফলে কনকনে ঠান্ডার আমেজে যাঁরা বড়দিনের ছুটি কাটাবে বলে ভেবেছিলেন, তাঁদের জন্য মন খারাপের খবর৷  ২৫ ডিসেম্বর শীতের আমেজ থাকবে না বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা। তবে একটাই স্বস্তি, আকাশ আংশিক মেঘলা থাকলেও,  দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ 

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বাংলায় শীতের স্পেলে আচমকা বিরতি। তাপমাত্রা আচমকা লাফিএ বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। তহে আজ, শনিবার এবং আগামীকাল, অর্থাৎ রবিবার সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় এর সামান্য প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি প্রভাব পড়বে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের৷ সপ্তাহান্তে মেঘে ঢাকা পড়বে আকাশ৷  

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে৷ বাড়বে রাতের তাপমাত্রা৷  উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব কমে বাড়বে পূবালি হাওয়ার দাপট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *