গাঙ্গেয় বঙ্গে বাড়ছে গরমের দাপট! শুক্র থেকেই চড়বে পারদ, বৃষ্টি নিয়ে কী বলল আলিপুর?

কলকাতা: বৃষ্টি বিদায় নিতেই ফের বাড়তে শুরু করেছে গরমের দাপট৷ সেই সঙ্গে রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি৷ বাড়তি আর্দ্রতার জেরে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে। বাড়তি আর্দ্রতার…

কলকাতা: বৃষ্টি বিদায় নিতেই ফের বাড়তে শুরু করেছে গরমের দাপট৷ সেই সঙ্গে রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি৷ বাড়তি আর্দ্রতার জেরে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে। বাড়তি আর্দ্রতার জেরে আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷

 

 

আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে৷ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরম তীব্র হবে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে রাজ্যে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি হাওয়া অফিস৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *