কলকাতা: আর বেশি অপেক্ষা করতে হবে না শহরবাসীকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে বইবে হিমেল হাওয়া। বাড়বে ঠান্ডা হাওয়ার দাপট। এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে ব্যাটিং শুরু করবে উত্তরে হাওয়া। শীতের ইনিংস শুরু হবে কলকাতায়। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত চুটিয়ে ঠান্ডা পড়বে বলে মনে করা হচ্ছে। তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, রাতের দিকে অনেকটাই তাপমাত্রা নামবে। শুক্রবার রাত থেকেই রাজ্যে শৈত্যপ্রবাহ শুরু হবে। কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। কিছুদিন ধরেই কলকাতা সকাল শুরু হচ্ছিল কুয়াশায় মুড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছিল। তবে এখনই কুয়াশা কাটার কোনও সম্ভাবনা নেই। শনিবারও দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত জায়গা আংশিক মেঘলা, কুয়াশাচ্ছন্ন থাকবে।
উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। উত্তর ভারতের একাধিক রাজ্যে কোনও কোনও জায়গায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সেখান থেকেই রাজ্যে কনকনে বাতাস আসবে। শুক্রবারই তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। অন্তত পরের বুধবার পর্যন্ত এমন চলবে বলে মনে করা হচ্ছে। পূর্বাভাস, আর ৬ দিনের মধ্যেই তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। আবহাওয়া ঠিক থাকলে পারদ আরও নিচে নামতে পারে। এ বছর অক্টোবরের শেষ থেকেই শীত আসতে শুরু করেছে। শীতের শুরুতে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় উত্তরে হাওয়ার পথে বাধা হচ্ছিল। পরে ভিলেনের ভূমিকা নেয় পশ্চিমি ঝঞ্ঝা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পর পর তিনটি পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাচ্ছিল শীত। তাই তাপমাত্রা বড় একটা নামছিল না। তবে আবহবিদদের মতে, এ বছর শীত থেকে দক্ষিণবঙ্গ কিছুটা বঞ্চিত হতে পারে।