আরব সাগরে নিম্নচাপ, বড়দিনের আগেই সামান্য উঠল পারদ

কলকাতা: বঙ্গে চুটিয়ে ব্যাট করছে শীত। বাংলার মানুষও উপভোগ করছে শীত। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আপাতত এই আমেজ জারি থাকবে বাংলায়। তবে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবারের তাপমাত্রা একটু বেড়েছে। 

a99a5f346dbe914a13cb02bacfda0232

কলকাতা: বঙ্গে চুটিয়ে ব্যাট করছে শীত। বাংলার মানুষও উপভোগ করছে শীত। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আপাতত এই আমেজ জারি থাকবে বাংলায়। তবে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবারের তাপমাত্রা একটু বেড়েছে। 

গত সপ্তাহের শেষের দিক থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। এই সপ্তাহের শুরুর দিকে ১১ ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা। হিমেল হাওয়ায় কাবু ছিল শহরবাসী। দক্ষিণবঙ্গের ৬টি জেলাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। অনেকেরই আশঙ্কা ছিল বড়দিনে হয়তো আরও বাড়বে শীত। ফলে মাটি হতে পারে আনন্দ। কিন্তু বৃহস্পতিবার তাপমাত্রা একটু বেড়ে যাওয়ায় সেই আশঙ্কা কমেছে। এদিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির আশপাশে। এই তাপমাত্রা সম্পূর্ণ স্বাভাবিক। কলকাতার পাশাপাশি জেলাগুলির তাপমাত্রাও কিছুটা বেড়েছে।

হাওয়া অফিস জানিয়েছে বছর শেষের দিকে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। সকালের দিকে কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তে থাকলে আকাশ পরিস্কার হবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৯৮ শতাংশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে আগামী কিছুদিনের মধ্যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আন্দামান ও নিকোবরে বৃষ্টি হতে পারে। শনিবার জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্জা আসবে বলে পূর্বাভাস। এর প্রভাবে জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন সকালে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ডে কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সর্তকতা জারি হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ও দিল্লিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *