ডিসেম্বরের শেষে উধাও শীত! নতুন বছরে কি ফিরবে শীত?

ডিসেম্বরের শেষে উধাও শীত! নতুন বছরে কি ফিরবে শীত?

কলকাতা: ক্রিজে নেমে বেশ জমাটি ব্যাটিং শুরু করেছিল শীত৷ কিন্তু আচকাই ছন্দপতন৷ ডিসেম্বরের শেষে আচমকাই উধাও শীতের চাদর৷ ভোর ও সন্ধ্যার দিকে খানিকটা শীত অনুভূত হলেও, দিনের বেলায় সোয়েটার গায়ে চাপানোর প্রয়োজন হচ্ছে না। বাঙালির মনে এখন একটাই প্রশ্ন নতুন বছরে কি ফিরবে শীত? 

গত কয়েকদিন ধরেই রাজ্যে উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। মঙ্গলবারও পারদ পতনের সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বারার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যাবে আকাশ৷ রোদ ঝলমলে দিনের দেখা মিলবে৷ এদিন কলকাতায় রাতের তাপমাত্রাও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি৷ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু আজই নয়, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে জেলায় জেলায়। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ 

হাওয়া অফিস বলছে, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে পূবালী হাওয়ার দাপট দেখাতে শুরু করেছে। কমজোর হচ্ছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *