কলকাতা: পশ্চিমীঝঞ্ঝার দাপট কমতেই পারদ নামল বঙ্গে৷ ফের ব্যাট হাতে ক্রিজে নেমে পড়ল শীত৷ গত দুই দিনে প্রায় ৩ ডিগ্রির মতো পারদ পতন হয়েছে৷ রবিবার রাতেও তাপমাত্রা অনেকটাই কমেছে৷ আগামী দুই দিন আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
আরও পড়ুন- সেক্স টয় কিনতে গিয়ে প্রতারণার জালে অবসরপ্রাপ্ত শিক্ষক! খোয়ালেন ৩৭ লক্ষ টাকা
পশ্চিমী ঝঞ্ঝার দাপটে গত সপ্তাহে শক্তি হারিয়েছিল শীত৷ আকাশের মুখ ছিল মেঘে ঢাকা৷ কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে৷ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙেও। তবে ঝঞ্ঝার প্রভাব কাটতেই বৃষ্টি থেমেছে৷ তাপমাত্রাও ফের নামতে শুরু করেছে। গত দু’দিন ধরে তাপমাত্রা প্রায় ধারাবাহিক ভাবে নেমেছে। শুক্রবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির মতো, সেখানে সোমবার তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি কম।
পৌষের শেষে শীত দাপট দেখাতে না পারলেও মাঘে তা অনেটাই পুষিয়ে যাবে বলে মনে করা হচ্ছে৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমল করে উঠবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৩ ডিগ্রি এবং ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷