temperature drops
কলকাতা: ফের কিছুটা কমল তাপমাত্রা৷ শুক্রবার প্রজাতন্ত্র দিবসে পারদ নামল স্বাভাবিকের নীচে। তবে ফের মেঘলা হতে পারে আকাশ৷ যার সঙ্গে বাড়বে তাপমাত্রা৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
আপাতত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ৩০ জানুয়ারির পর আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর৷ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশা দেখা যাবে৷ তবে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। উত্তরবঙ্গেও আবহাওয়ার শুকনো থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷