আসছে শীত, ২০ ডিগ্রির নীচে নামবে কলকাতার পারদ, জানাচ্ছে হাওয়া অফিস

আসছে শীত, ২০ ডিগ্রির নীচে নামবে কলকাতার পারদ, জানাচ্ছে হাওয়া অফিস

temperature

কলকাতা: গুটি গুটি পায়ে আসছে শীত৷ ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ৷ আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে৷ 

হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার কলকাতার আকাশ থাকবে সম্পূর্ণ মেঘমুক্ত৷ ফলে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকবে। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ এই জেলাগুলিতেও নামবে পারদ৷ 

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছিকাছি৷  যা কি না স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গে এক ধাক্কায় নামবে রাতের তাপমাত্রা৷ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি কমবে তাপমাত্রা৷ আগামী এক সপ্তাহ কলকাতার সর্বোচ্চ পারদ থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ এদিকে, চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে৷ তার জেরেই পারদ পতনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 3 =