কলকাতা: কথা ছিল শনিবার থেকে ইনিংস শুরু করবে শীত। তাই হল। চড়চড় করে নামল পারদ। বড়দিনের আগেই জাঁকিয়ে শীত পড়ল রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নামল। জেলার কোনও কোনও জায়গায় তাপামাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমেছে।
শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গড়েছিল। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার তাপমাত্রা আরও নামার সম্ভাবনা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস হবে বলে পূর্বাভাস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার এই মরশুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে এদিন আকাশ থাকবে মেঘমুক্ত ও পরিষ্কার। ফলে পারদ নামার পথে আর কোনও বাধা থাকবে না। ফলে পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এরকম জাঁকিয়ে শীত চলবে। তারপর ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। বড়দিনের সময় তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির আশপাশে।
উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। উত্তর ভারতের একাধিক রাজ্যে কোনও কোনও জায়গায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সেখান থেকেই রাজ্যে কনকনে বাতাস আসবে। শুক্রবারই তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। অন্তত পরের বুধবার পর্যন্ত এমন চলবে বলে মনে করা হচ্ছে। পূর্বাভাস, আর ৬ দিনের মধ্যেই তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। আবহাওয়া ঠিক থাকলে পারদ আরও নিচে নামতে পারে। এ বছর অক্টোবরের শেষ থেকেই শীত আসতে শুরু করেছে। শীতের শুরুতে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় উত্তরে হাওয়ার পথে বাধা হচ্ছিল। পরে ভিলেনের ভূমিকা নেয় পশ্চিমি ঝঞ্ঝা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পর পর তিনটি পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাচ্ছিল শীত। তাই তাপমাত্রা বড় একটা নামছিল না। তবে আবহবিদদের মতে, এ বছর শীত থেকে দক্ষিণবঙ্গ কিছুটা বঞ্চিত হতে পারে।