temperature decreases
কলকাতা: সোমবার সকালে ফের হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু দক্ষিণবঙ্গ৷ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারিপাশ। হালকা উত্তুরে হাওয়ায় বেশ কাঁপুনি ধরেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন হয়েছে। হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরে শীতলতম দিন আজ। এর আগে গত ১৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। সোমবার কলকাতার তাপমাত্রা আরও খানিকটা নেমে পৌঁছল ১২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস কম। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার মধ্যেই তা তিন ডিগ্রি কমেছে৷ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷
এরই মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং- সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে৷ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু এলাকায়। বুধবার কলকাতা-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদহ জেলার কিছু কিছু এলাকায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে৷