কলকাতা: গোটা মরশুম জুড়ে যেন চলেছে শীতের লুকোচুরি৷ যখনই শীতের ঝোড়ো ইনিংস শুরু হয়েছে, তখনই ভিলেন হয়ে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ সম্প্রতি পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের বৃষ্টি হয় বঙ্গে৷ যার জেরে কার্যত উধাও হয়েছে শীত৷ কনকনে হাওয়ার বদলে সঙ্গী হয়েছে ছাতা৷ কিন্তু কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। তাই আমবাঙালির একটাই প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় বিদ্ধ হয়ে তবে কি বিদায় নিল শীত? বুধবার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতির সঙ্গে সঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস, এখনই বিদায় নয়৷ বরং সপ্তাহান্তে ফের জাঁকিয়ে বসবে ঠান্ডা৷ কনকনে শীত উপভোগ করবে রাজ্যবাসী।
আরও পড়ুন- ট্রাফিক আইন ভাঙলেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা, নয়া নির্দেশিকা রাজ্যের
বুধবার সকালে জেলার আকাশ ঢাকা পড়েছিল কুয়াশার চাদরে৷ বেলা বাড়লে কোথাও কোথাও দেখা যায় আংশিক মেঘলা আকাশ৷ বেশ কয়েকটি জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহওয়া দফতর৷। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, আকাশের মুখ থাকবে ভার৷ আজই রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে না৷ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ হতে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। মেঘ সরে ঝকঝকে রোদ উঠবে আকাশে। রাতের দিকে ঘটবে পারদ পতন৷ আগামী ৩-৪দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনি এবং রবিবার ফের কনকনে শীত অনুভুত হবে দক্ষিণবঙ্গে৷ বেশ ভালোই শীতের আমেজ উপভোগ করবে মহানগরীর বাসিন্দারা। তবে এখনও উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হচ্ছে না বলেই পূর্বাভাস৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়৷ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলার উপরের দিকে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷