বালুরঘাট: কিশোরকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব এলাকাবাসী। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। টাকা নিয়ে আইনী ব্যবস্থায় ঢিলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বালুরঘাট থানা এলাকার আখিরাপাড়া অঞ্চলের ঘটনা। ঘটনায় উপযুক্ত ব্যবস্থার জন্য এলাকার মানুষ বালুরঘাট থানা ঘেরাও করে ধরণায় বসেন।
গত ৬ অগাস্ট বালুরঘাটের আখিরাপাড়া এলাকায় এক কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। বাড়ির লোকেরা জানায় কিশোরটিকে মাথার পিছন দিকে আঘাত করে খুন করা হয়। রত্ন বর্মন নামে ওই কিশোরের মৃত্যুর পর একমাস কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে বালুরঘাট পুলিশ সেভাবে ব্যবস্থা গ্রহণ করেনি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টাকা খেয়ে কাজ করছে না। তাদের আরও অভিযোগ পুলিশ সেই ঘটনারই বিচারের দাবি বালুরঘাট থানা ঘেরাও কর্মসূচি নেন এলাকা মানুষ। তাঁরা থানার সামনে বিক্ষোভ দেখান এবং দাবি জানান অবিলম্বে রত্ন বর্মনের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করতে হবে। তাদের উপযুক্ত শাস্তির দাবিও তোলেন এলাকার মানুষ।
বালুরঘাট থানার পুলিশের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ তারা এবিষয়টি নিয়ে বারবার থানায় গেলেও থানা থেকে প্রতিবার ঘুরিয়ে দেওয়া হয়। রত্ন বর্মনের এই অন্যায় মৃত্যুর সুবিচার চান তাঁরা। তাই তাঁরা বারবার পুলিশের দ্বারস্থ হচ্ছেন কিন্তু পুলিশ তাঁদের কথায় কোনও কর্ণপাতই করছে না বলে অভিযোগ। এলাকার মানুষকে মিথ্যে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন বলে বালুরঘাট থানার আইসির বিরুদ্ধে অভিযোগ ওঠে। বারবার অভিযোগ করতে এসে বাধা পাওয়ায় ক্ষোভ ছড়ায় এলাকাবাসীদের মধ্যে।
অবশেষে উপযুক্ত ব্যবস্থার দাবি নিয়ে তাঁরা নিজেরাই পথে নেমে পড়েন। বালুরঘাট থানা ঘেরাও করে তাঁরা অবিলম্বে অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদ দেখাতে থাকেন। থানার সামনে মানুষ জড়ো হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এমনকি থানার সামনে ধরনাতেও বসে পড়েন তাঁরা। তাঁরা জানিয়েছেন দাবি না মিটলে কোনও ভাবেই এই অবস্থান তোলা হবে না।