ক্লাস চালু, শিশুদের খাদ্য সরবরাহসহ একাধিক দাবি, বিকাশভবন অভিযান শিক্ষকদের

আগামী ১৭ ডিসেম্বর বিকাশভবন অভিযান

কলকাতা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাথমিকে ক্লাস চালু সহ সব টেট উত্তীর্ণদের নিয়োগ, শিক্ষক বদলী সম্পূর্ণ করা, বুক ডে’র আগে সমস্ত পাঠ্যপুস্তক সরবরাহ, শিশুদের পুষ্টিকর খাদ্য হিসেবে ডিম, ডাল, সয়াবিন সরবরাহ করার দাবিতে আগামী ১৭ ডিসেম্বর বিকাশভবন অভিযান এবং শিক্ষামন্ত্রীর নিকট ডেপুটেশনের কর্মসূচী নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সম্প্রতি শিক্ষকদের জেলা বদলী হলো  এবং টেট পাশ ১৬৫০০ জনকে শিক্ষক পদে নিয়োগ করা হবে। কিন্তু দু’জন শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষককে বদলী দেওয়া হয়নি। তাছাড়া দক্ষিণ ২৪ পরগণা জেলায় কর্মরত কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলার, ঝাড়গ্রাম জেলায় কর্মরত পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে কর্মরত নদীয়া জেলার শিক্ষকদের বদলী করা হয়নি। এর ওপর জেলার অভ্যন্তরে  অনেক শিক্ষক বাড়ী থেকে ১০০-১৫০ কিমি দূরের বিদ্যালয়ে কর্মরত। ফলে শিক্ষাদান ব্যহত হচ্ছে। অন্যদিকে ২০১৪ সালে টেট পরীক্ষার পর ২০১৭-তে নিয়োগ হয়। কিন্তু ট্রেনিং না থাকার জন্য সমস্ত পদ পূরণ হয়নি। বর্তমানে  প্রায় ৩১ হাজার পদপ্রার্থীর নাম নথিভুক্ত হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সমস্ত টেট পাশদের নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তে ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারবর্গ খুবই উদ্বিগ্ন।

 
এক প্রেস বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা অভিযোগ করে বলেন যে করোন পূজার আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন স্কুল খোলার ব্যপারে মতামত মুখ্যমন্ত্রী পূজার পর জানাবেন। অথচ বর্তমানে পরিস্থিতি অনেক স্বাভাবিক হলেও সরকার নিশ্চুপ। পঠন-পাঠন চালু নিয়ে  বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে আলোচনা করলেও স্কুলের পড়াশোনা চালুর ব্যাপারে শিক্ষক সংগঠনের মতামত নেওয়া হয়নি। তাই ক্লাস চালুর দাবি সহ কয়েকটি দাবিতে বিকাশভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *