পড়ুয়াদের সঙ্গে অশ্লীল নাচে কোমর দোলালেন শিক্ষকরাও, দেখুন ভিডিও

স্কুলের হলঘরে চটুল হিন্দি গান বাজিয়ে উদ্দাম নাচতে মত্ত হলেন পড়ুয়ারা৷ কাঠগড়ায় পর্ব বর্ধমানের গলসি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ৷ একাদশ শ্রেণির পড়ুয়াদের নবীনবরণ উৎসবে স্কুলের মধ্যেই কীভাবে চটুল হিন্দি গানের জলসার আয়োজন? তা নিয়ে উছঠে প্রশ্ন৷ গলসি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের অশ্লীল নাচের জলসা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্কুলের হলঘরের একদিকে ছাত্রীরা ও

পড়ুয়াদের সঙ্গে অশ্লীল নাচে কোমর দোলালেন শিক্ষকরাও, দেখুন ভিডিও

স্কুলের হলঘরে চটুল হিন্দি গান বাজিয়ে উদ্দাম নাচতে মত্ত হলেন পড়ুয়ারা৷ কাঠগড়ায় পর্ব বর্ধমানের গলসি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ৷ একাদশ শ্রেণির পড়ুয়াদের নবীনবরণ উৎসবে স্কুলের মধ্যেই কীভাবে চটুল হিন্দি গানের জলসার আয়োজন? তা নিয়ে উছঠে প্রশ্ন৷

গলসি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের অশ্লীল নাচের জলসা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্কুলের হলঘরের একদিকে ছাত্রীরা ও অন্যদিকে ছাত্রেরা চটুল গানের তালে কোমর দোলাচ্ছে৷ বাদ নেই শিক্ষক-শিক্ষিকারাও৷ পিছনের বেঞ্চে বসে থাকা পড়ুয়ারা তো আবার একধাপ উপরে৷ বেঞ্চে বসে, স্কুল পোশাক খুলেও নাচতে দেখা গিয়েছে পড়ুয়াদের৷

জানা গিয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য নবীনবরণ উৎসবের আয়োজন করা হয় গলসি উচ্চ বিদ্যালয়ে৷ ওই অনুষ্ঠানেই কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়৷ অভিযোগ, অনুষ্ঠান শেষে স্কুলের হলঘরে চটুল হিন্দি গান বাজিয়ে উদ্দাম নাচতে শুরু করেন পড়ুয়ারা৷ করা হয় ভিডিও৷ সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ শুরু হয় বিতর্ক৷  যদিও এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 17 =