প্রয়াত শিক্ষা আন্দোলনের অন্যতম পুরোধা তপন রায়চৌধুরী

প্রয়াত শিক্ষা আন্দোলনের অন্যতম পুরোধা তপন রায়চৌধুরী

কলকাতা: লড়াই করে বাঁচতে চেয়েছিলেন এবং লড়াই করেই বেঁচেছিলেন তিনি। অবশেষে ইহজীবনের মতো লড়াই সাঙ্গ হল তাঁর। প্রয়াত হলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষা ও শিক্ষক আন্দোলনের এক অবিসম্বাদী নেতা তপন রায়চৌধুরী। ৭৮ বছর বয়সে ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিক অ্যান্ড হসপিটালে ফুসফুসের ক্যানসারজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আজ (মঙ্গলবার) দুপুর ২টো নাগাদ মৃত্যু হয় তাঁর।

গত শতকের আটের দশকের একদম গোড়ার দিকে ভাষা-শিক্ষা, বিদ্যালয়ের স্বাধিকার এবং শিক্ষক- শিক্ষকর্মীদের ৬০-৬৫ আন্দোলনে ছিলেন অন্যতম পুরোধা ছিলেন তপনবাবু। যতদিন সুস্থ ছিলেন, বেশিরভাগ সময় ব্যয় করেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলনে। বহু ঐতিহাসিক আন্দোলনেই নেতৃত্ব দিয়েছিলেন তপন। একজন সত্যিকারের হৃদয়বান বন্ধুবৎসল ছাত্র দরদী শিক্ষক ছিলেন।

দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে আপনজন বলে মনে করতেন। তাঁর প্রয়াণ রাজ্যের শিক্ষা ও শিক্ষক আন্দোলনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল৷ তাঁর প্রয়ানে গভীর শোকপ্রকাশ করেছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা৷ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =