২০ দফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন, বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারী শিক্ষকদের

২০ দফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন, বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারী শিক্ষকদের

নিজস্ব সংবাদদাতা, বারাসত: ২০ দফা দাবি নিয়ে শিক্ষক মুক্ত ঐক্য মঞ্চের মহামিছিল বারাসত শহরে৷ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি৷ ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভে বসলেন শিক্ষক মুক্ত ঐক্য মঞ্চে৷ মঙ্গলবার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে তাদের বিভিন্ন দাবিদাওয়ার কথা জানিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয় তারা৷ যার মধ্যে তাদের প্রধান দাবি, প্যারা টিচারদের স্থায়ী বেতন৷ তবে এদিন তাদের এই কর্মসূচীতে বাধা দেয় পুলিশ৷ যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ 

পুলিশের বাধা তোয়াক্কা না করে ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে বসেন শিক্ষক মুক্ত ঐক্য মঞ্চের আন্দোলনকারীরা৷ এদিন আইসিডিএস কর্মী, প্যারা টিচার , ও শিক্ষক ঐক্য মঞ্চ এর শিক্ষক রা তাদের স্থায়ী চাকরির দাবিতে মহা মিছিল করে বারাসত শহরে। এরপর তারা জেলাশাসকের দফতরে আসেন ডেপুটেশন জমা দিতে৷ 

আগামী ১১ই জানুয়ারি নবান্ন অভিযান কর্মসূচি আছে তাদের, তার আগে রাজ্যজুড়ে জেলাশাসকে দপ্তরে আন্দোলনকারীরা ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নেয় আন্দোলনকারীরা। আগামী ১১ই জানুয়ারি একই দাবি নিয়ে নবান্ন ঘেরাও করবে প্রায় ৫ লাখ মানুষ নিয়ে বলে জানায় আন্দোলনকারীরা।
 

শিক্ষক মুক্ত ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, তারা রাজনৈতিক নেতাদের মতো জোট বেঁধেছি৷ সম কাজে সম বেতন, পূর্ণ শিক্ষকের মর্যাদার দাবিতে ১০টি সংগঠন একত্রিত হয়ে প্রতিটি জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচী গ্রহণ করেন তারা৷ আর পাঁচদিন সময় আছে, তার মধ্যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পালন না করলে ১১ জানুয়ারি কলকাতা অবরুদ্ধ করে নবান্ন অভিযান করবেন তারা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *