এবার ‘দুয়ারে সরকার’ প্রকল্পে শিক্ষক বদলির ‘উৎসশ্রী’

এবার ‘দুয়ারে সরকার’ প্রকল্পে শিক্ষক বদলির ‘উৎসশ্রী’

কলকাতা:  শিক্ষক বদলি সংক্রান্ত বিষয়ের জন্য ‘উৎসশ্রী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ বদলির আবেদন থেকে শুরু করে বদলির আদেশনামা সমস্তটাই ‘উৎসশ্রী’র মাধ্যমে অনলাইনে হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই বদলি হবেন শিক্ষকরা৷ তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার দুয়ারে সরকার প্রকল্পের অন্তর্ভুক্ত হতে চলেছে শিক্ষক বদলির ‘উৎসশ্রী’৷ 

আরও পড়ুন- ৩৪টি শূন্যপদে সাংবাদিকতার ডিগ্রি প্রাপ্তদের নিয়োগ

এদিন ব্রাত্য বসু বলেন, আর কিছু দিনের মধ্যেই ফের দুয়ারে সরকার প্রকল্প শুরু হতে চলেছে৷ গোটা দেশে আর কোথাও এই ধরনের প্রকল্প নেই৷  স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে যেমন এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে, তেমনই মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে দুয়ারে সরকার প্রকল্পের আওতাভুক্ত হবে ‘উৎসশ্রী’ও৷ তবে বদলির জন্য আবেদনকারী শিক্ষককে বর্তমান স্কুলে স্থায়ী পদে কমপক্ষে পাঁচ বছর শিক্ষকতা করতে হবে৷ উচ্চমাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে নিজের স্কুলের ২৫ কিলোমিটারের মধ্যে এবং প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে নিজের সার্কেলের মধ্যে বদলির আবেদন করা যাবে না৷ এবং আবেদনকারীর বয়স ৫৯ বছরের মধ্যে হতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷ তিনি আরও জানান, আবেদনকারীর বিরুদ্ধে সাসপেনশন, আর্থিক বেনিয়ের অভিযোগ, বিভাগীয় তদন্ত বা আদালতের বিচারাধীন বিষয় থাকলে আবেদন করা যাবে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =