গুরুতর অসুস্থ আন্দোলনরত ২ মাদ্রাসার শিক্ষিকা, নীরব রাজ্য় সরকার

গুরুতর অসুস্থ আন্দোলনরত ২ মাদ্রাসার শিক্ষিকা, নীরব রাজ্য় সরকার

কলকাতা: আন্দোলন চলছে৷ শিক্ষক-শিক্ষিকারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন৷ তবুও সরকারের নেই কোনও হেলদোল৷ দীর্ঘ নয় বছর চরম বঞ্চনার প্রতিবাদে ওয়েস্টবেঙ্গল রেকোগ্নিজড আন-এডেড মাদ্রাসা টিচার এসোসিয়েশনের আন্দোলন আজ পড়ল ১৩ তম দিন। কিন্তু সরকার নিশ্চুপ৷ সোমবার আন্দোলন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সানিয়া পারভীন ও জার্জিয়া জোহানা নাম দুই শিক্ষিকা৷ তাদেরকে তত্ক্ষণাত বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে শারীরিক অবস্থার অবনতির জেরে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় তাদের৷ 

আন্দোলন মঞ্চে আজ উপস্থিত হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অম্বিকেশ মহাপাত্র, বিশিষ্ট সাহিত্যিক মন্দাক্রান্তা সেন এবং নাট্য পরিচালক কৌশিক চৌধুরী। মন্দাক্রান্তা সেন আজ আন্দোলন মঞ্চে অনশন করছেন তিনি সেখানে রাত্রি যাপন‌ও করবেন বলে খবর। রাজ্য সরকার কর্তৃক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ২৩৫টি আন-এডেড মাদ্রাসায় দীর্ঘ ৯ বছর  ৪০ হাজার ছাত্রছাত্রী মিড-ডে-মিল সহ সকল সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বেতন কাঠামো থেকে  বঞ্চিত শিক্ষক- শিক্ষকেরা৷ দীর্ঘ ৯ বছর ধরে বেতনহীন শিক্ষক শিক্ষিকারা। এই বঞ্চনা আর সহ্য করতে না পেরে এবার অনশনের পথে বেছেছেন তারা৷

ফুটপাতের ওপর আজ তেরো দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষকেরা৷ তবে তাদের সঙ্গে কথা বলার কোনওরকম চেষ্টাই করছে না সরকার৷ প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেদের উন্নয়নের খতিয়ান দিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী৷ সেখানে শহরের মধ্যে এরকম একটা ঘটনা কী দৃষ্টি আকষর্ণ করছে না সরকারের৷ প্রশ্ন উঠছে অসুস্থ অনশনরত শিক্ষক শিক্ষিকাদের যদি কিছু একটা হয়ে যায়৷ তাদের দায় কে নেবে? সরকার?
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *