কলকাতা: করোনা রুখতে জারি হওয়া লকডাউন পরিস্থিতির মধ্যে জরুরি প্রয়োজনের এবার ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর৷ প্রাথমিকভাবে শহরের পাঁচটি এলাকা স্ট্যান্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ একমাত্র জরুরি প্রয়োজনে ৩০০টি নীল-সাদা ট্যাক্সি পথে নামানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, জরুরি প্রয়োজনে শ্যামবাজার, উল্টোডাঙা, এক্সাইড, গরিয়াহাট ও গড়িয়া ট্যাক্সি পরিষেবা মিলবে৷ ইতিমধ্যেই ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছে পরিবহন দফতর৷ প্রাথমিকভাবে ৩০০টি ট্যাক্সি রাস্তায় নামার নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট ইউনিয়নগুলিকে ট্রাফিক গার্ডের সঙ্গে সমন্বয় রেখে পরিষেবা দেওয়ার কথা জানানো হয়েছে৷
লকডাউন যদি লম্বা হয়, একান্ত প্রয়োজনে যদি কাউকে বাড়ির বাইরে বেরোতে হয়, মূলত তাতের সমস্যা লাঘব করতে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার৷ বিবেচনা করা হয়েছে, শহরে আংশিকভাবে ট্যাক্সি পরিষেবা চালু করার বিষয়ে৷ ইতিমধ্যেই পরিবহন দপ্তর শহরের ৫টি জায়গা চিহ্নিত করেছে৷ যেখান থেকে কিছু দিনের মধ্যেই সীমিত সংখ্যক ট্যাক্সি পরিষেবা পাওয়া যেতে পারে৷
যাঁরা ট্যাক্সির জন্য আবেদন করবেন, তাদের প্রয়োজন খতিয়ে দেখে পাঠানো হবে ট্যাক্সি৷ মূলত চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে এই পরিষেবা মিলবে৷ পরিষেবা পাওয়ার জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য পরিবহণ দফতরের৷ প্রথমে ট্যাক্সি পাওয়ার জন্য ওই নম্বরে ফোন করতে হবে৷ তারপর প্রয়োজন অনুপাতে ট্যাক্সি পরিষেবা সরবরাহ করা হতে পারে বলে জানা গিয়েছে৷