গাছ লাগালেই ট্যাক্সে ছাড়! সবুজ বাঁচাতে বড় উদ্যোগ পুরসভার

কলকাতা: একটি গাছ একটি প্রাণ৷ এ কথাটা যেন শুধুই একটা স্লোগান হয়ে রয়ে গিয়েছে৷ আক্ষরিক প্রয়োগ সেই অর্থে চোখে পড়ে না। বরং চারিদিকে গজিয়ে উঠছে…

কলকাতা: একটি গাছ একটি প্রাণ৷ এ কথাটা যেন শুধুই একটা স্লোগান হয়ে রয়ে গিয়েছে৷ আক্ষরিক প্রয়োগ সেই অর্থে চোখে পড়ে না। বরং চারিদিকে গজিয়ে উঠছে কংক্রিটের জঙ্গল৷ এই অবস্থায় সবুজের ধ্বংস রুখতে দেওয়া-নেওয়ার প্রথা চালু করার উদ্যোগ নিল শিলিগুড়ি পুরসভা!

গাছ লাগালেই মিলবে ট্যাক্সে ছাড়৷ বিশেষত, ফ্ল্যাট এলাকায় বেশি করে মানুষজনকে উৎসাহিত করা হচ্ছে৷  শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘‘পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতেই হবে৷ আমরা ঠিক করেছি, ফ্ল্যাটের ফাঁকা জায়গাগুলোতে ভাল গাছ লাগালে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের কর ছাড় দেওয়া হবে। একইভাবে শহরবাসীরাও যদি গাছ লাগান, তাহলেও ট্যাক্সে ছাড় পাবেন৷’’ শনিবার শিলিগুড়ি পুরসভার ‘টক টু মেয়র’ ফোন ইন লাইভ অনুষ্ঠানে এসে একথা জানান মেয়র গৌতম দেব।