‘হেরে গিয়ে BJP ভ্যানিশ! এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?’ ফের বিস্ফোরক তথাগত

‘হেরে গিয়ে BJP ভ্যানিশ! এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?’ ফের বিস্ফোরক তথাগত

tathagatas tweet

কলকাতা:  ফের বিস্ফোরক তথাগত রায়। নিজস্ব ভঙ্গীতেই ফের দলীয় নেতৃত্বকে তুলোধোনা করলেন তিনি। প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের পর থেকেই বেসুরো একাধিক নেতৃত্ব। সেই তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় নয়া সংযোজন তৃণমূল থেকে বিজেপি’তে আসা অনুপম হাজরা৷ আর এবার তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়ে সরব হলেন তথাগত রায়৷ 

আরও পড়ুন- ফের উর্ধ্বমুখী করোনার গ্রাফ, কোন কোন জেলায় কনটেনমেন্ট জোন?

এদিন নাম না করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে অনুপম হাজরা বলেন, ‘‘বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। নাচানাচি করা হয়েছিল তারকাদের নিয়ে। যার জেরে দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন পুরনো নেতা-কর্মীরা। কৌশল যে ভুল হয়েছিল, তা স্পষ্ট। তবে সেটা সেই সময় বোঝা যায়নি৷ পরে বোঝা গিয়েছে।’’ তাঁর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়৷ 

টুইট করে তথাগতবাবু লেখেন,  ‘‘তৃণমূলের নেতাদের অতিরিক্ত গুরুত্ব দেওয়াতেই ভরাডুবি। দলের পুরনো নেতাদের গুরুত্ব না দেওয়াটা ঠিক হয়নি।-বিজেপির কেন্দ্রীয় সচিব অনুপম হাজরা।’’ তিনি আরও লেখেন, ‘বয়সে ছোট এবং অভিজ্ঞতায় সীমিত হলেও অনুপমের বিবৃতি প্রাধান্যযোগ্য। এবার বিজেপি এমন লোককে টিকিট দিয়েছিল যিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন (শিখা মিত্র)। তিনটে নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?’ 

দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বটেই, একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বারবার আক্রমণ শানিয়েছেন তথাগত রায়। সম্প্রতি বিজেপির নতুন জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিতের তালিকায় রাখা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। যিনি কিনা ভোটের ফল প্রকাশের পর থেকেই বেসুরো৷ প্রকাশ্যেই যোগাযোগ রাখছেন তৃণমূল নেতাদের সঙ্গে। তা খোঁচা দিতে ছাড়েননি তথাগত৷ 

রাজীবকে আমন্ত্রণ জানানো নিয়ে ট্যুইট করে তিনি বলেন, ‘‘রাজীব যখন তৃণমূলে ফেরার তোড়জোড় চালাচ্ছেন, তখন তাঁর নাম রাখা হয়েছে বিজেপির জাতীয় এগজিকিউটিভ কমিটিতে। রাজ্য কমিটিকে জানানোও হয়নি। কার সুপারিশে এমন হল? কী চলছে?” 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 13 =