কলকাতা: তাঁর নামের সঙ্গে যেন বিতর্ক ওতপ্রোত ভাবে জড়িত৷ ফের বেঁফাস মন্তব্য চর্চারে কেন্দ্রে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়৷ কী হল এবার? আসলে নেটিজেনদের একাংশ তাঁকে ‘দাদু’ বলে সম্বোধন করে থাকেন৷ আর তাতেই চটেছেন তিনি৷ টুইটে আক্রমণ শানালেন নেটিজেনদের৷ বলেন, ‘কাদের কাদের বাবা-মা’কে জন্ম দিয়েছিলাম?’
আরও পড়ুন- ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ফর্মে নয়া বিধি, দুর্নীতি রুখতে আরও কড়া নবান্ন
প্রসঙ্গত, টুইটে বরাবরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকেন তথাগত রায়৷ তাঁর নিশানা থেকে রেহাই পান না দলীয় সতীর্থরাও৷ এবার একহাত নিলেন তাঁকে ‘দাদু’ বলে সম্বোধন করা নেটিজেনদের৷ টুইট করে তিনি বলেন, ‘‘যাঁরা আমাকে ‘দাদু’ বলে সম্বোধন করছেন, তাঁদেরকে আমার আশীর্বাদ জানাই। শুধু সেই সব নাতি-নাতনিদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছি না। ‘দাদু’ মানে হয় বাবার বাবা, নয়তো মায়ের বাবা৷ আমি তাদের মধ্যে কাদের বাবার এবং কাদের মায়ের জন্ম দিয়েছিলাম?’’ এখানেই থেমে যাননি বর্ষীয়ান এই বিপেজি নেতা৷ বিতর্ক উস্কে অপর একটি টুইটে বলেন, ‘‘আমার বয়স বাড়ছে সেটা ঠিক কথা। কিন্তু যাঁদের বয়স থেমে আছে, তাঁদের গোপন রহস্যটা কী? জানতে পারলে খুব ভালো হতো। শুধুই কি চুলে কলপ?’’
আরও পড়ুন- ইস্টবেঙ্গল নিয়ে পদক্ষেপ মমতার, বৈঠকে ডাকা হল ক্লাব-ইনভেস্টরদের
তথাগতবাবু আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষকেও৷ ‘কন্ডোম’ বিতর্কে খুঁচিয়ে তুলে তিনি লেখেন, ‘‘মা ত্রিপুরেশ্বরীর লীলাভূমি, প্রভু জগন্নাথের আশীর্বাদধন্য ত্রিপুরার মাটি অপবিত্র করেছে এক তৃতীয় শ্রেণীর বুদ্ধিহীন অভিনেত্রী। শিবলিঙ্গে কন্ডোম পরানো দেখে হাততালি দিয়েছে জিহাদি শয়তানরা। আর তাকে নিয়ে ধেই ধেই করে নাচছে কলকাতার কিছু চটিচাটা সংবাদমাধ্যম।’’