পায়েল, শ্রাবন্তীদের টিকিট দিয়েছিল কে? ‘নগরীর নটীদের’ তুলোধনা তথাগতর

পায়েল, শ্রাবন্তীদের টিকিট দিয়েছিল কে? ‘নগরীর নটীদের’ তুলোধনা তথাগতর

03be7be0920c15b4b8333d872676301c

কলকাতা: বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছিলেন টলিউডের একাধিক তারকা। বেহালার মত হেভিওয়েট কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন যথাক্রমে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। অন্যদিকে তনুশ্রী থেকে শুরু করে পর্ণো মিত্র সকলেই প্রার্থী হয়েছিলেন বিজেপির। এদের মধ্যে কেউ নির্বাচনে জিততে পারেননি এবং কার্যত বলা যায় ধরাশায়ী হয়েছেন। এই তারকা প্রার্থীদের এবার কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা তথাগত রায়। প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকে যা দলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকাশ্যে নিয়ে এল। 

এদিন তথাগত রায় ফেসবুক পোস্ট করে লেখেন, “পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী ইত্যাদি নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকা বিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন)। তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ, কৈলাস, শিবপ্রকাশ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?” বিজেপি নেতার এই পোস্ট পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপরে তো বটেই কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চরম ক্ষুব্ধ। প্রসঙ্গত, দোলের দিন গঙ্গাবক্ষে লঞ্চে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে আনন্দ করতে দেখা যায় বিজেপির এই মহিলা তারকা প্রার্থীদের। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যেখানে একসঙ্গে রং খেলেছিলেন তারা এবং বাংলা গানে হুল্লোড় করেন। সেই ছবি এবং ভিডিও দেখেই তখন ব্যাপক সমালোচনা হয় বিজেপির অন্দরেও। এবার সেই সমালোচনা আরো বেশি তাৎপর্য হয়ে পড়ল তথাগত রায়ের পোস্টে।

সংশোধন : মদন মিত্রর সঙ্গে সেলফি তুলেছিলেন পার্নো মিত্র নয়, তনুশ্রী চক্রবর্তী।

Posted by Tathagata Roy on Monday, 3 May 2021

তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে গিয়েছিলেন তাঁদের বেশির ভাগ পরাজিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা প্রার্থী জিতেছেন অন্যদিকে বিজেপির একাধিক তারকা প্রার্থী হেরেছেন। বিধানসভা নির্বাচনের মোটামুটি একটা ধারণা এই ফল থেকে স্পষ্ট। বিজেপি বাস্তব থেকে অনেকটাই দূরে ছিল, তারা গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে পারেনি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। সেই প্রেক্ষিতে তারকা প্রার্থীদের এইভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে হইহুল্লোড় করা একেবারেই ভাল চোখে দেখেনি বিজেপি কর্মী এবং সমর্থকরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *