কলকাতা: ৩-০ ফলের পর আজ ৪-০! দেড় মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে ৭ ‘গোল’ খেল বিজেপি। মোট ৫ উপনির্বাচন এবং ২ বিধানসভার নির্বাচন হেরে এখন কার্যত বিধ্বস্ত বঙ্গ গেরুয়া ব্রিগেড। আজ আবার বিধানসভা নির্বাচনে জেতা ২ আসন হেরে গিয়েছে গেরুয়া শিবির। সব মিলিয়ে বাংলায় বিজেপির শোচনীয় পরিণতি ঘটেছে। এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে হারের কারণ ব্যাখ্যা করলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। দলীয় নেতৃত্বের ওপর যাবতীয় ক্ষোভ উগরে দিলেন তিনি।
এদিন টুইট করে বর্ষীয়ান এই বিজেপি নেতা বলেন, “দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করতো তাদের বলা হয়েছিল এত বছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মত Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এসবের জন্যই।” স্বাভাবিকভাবে তথাগত রায়ের এই বক্তব্যের পর আলোড়ন সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। দালাল বলতে তিনি আদতে কাদের বোঝাতে চাইছেন সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে অনেকেই মনে করছেন যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে কজন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিল তাদের উদ্দেশ্যই তথাগতর এই টুইট। বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছিলেন তথাগত। তাঁর নিশানায় এক সময় এসেছেন খোদ দিলীপ ঘোষ, আবার অনেক কেন্দ্রীয় নেতারাও। এবার উপনির্বাচনে কার্যত হোয়াইটওয়াশ হয়ে যাবার পর তিনি যে একেবারে বিপর্যস্ত তা বলাই বাহুল্য।
দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ?
আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। https://t.co/33JiAjwkvf— Tathagata Roy (@tathagata2) November 2, 2021
উল্লেখ্য, খড়দহ তৃণমূল কংগ্রেস জিতেছে ৯৩ হাজার ৮৩২ ভোটে, শান্তিপুরের জয়ের ব্যবধান ৫৯ হাজার ৫৬৭। অন্যদিকে দিনহাটায় ঘাসফুল প্রার্থী জিতেছেন ১ লক্ষ ৬৪ হাজার ৮৯ ভোটে এবং গোসাবায় মমতা বাহিনীর জয় হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে।