‘ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না?’ সুব্রতর মৃত্যুও দিলীপকে খোঁচা তথাগতর

‘ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না?’ সুব্রতর মৃত্যুও দিলীপকে খোঁচা তথাগতর

কলকাতা: ফের বিতর্কে দিলীপ ঘোষ৷ সৌজন্যে, বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়৷ দীপাবলীর রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁর প্রয়াণের খবর আসার পরেই শোকপ্রকাশ করে টুইট করেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিজেপি সাংসদের সেই টুইটকে ঘিরেই প্রশ্ন তুলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়৷ দাবি করেছেন, দিলীপ ঘোষের টুইটের লেখা ইংরেজি ভাষার ভুল রয়েছে৷ 

দিলীপবাবুর টুইটটি রিটুইট করে তীব্র তাচ্ছিল্যের সুরে তথাগত রায় লিখেছেন, “এ হেঃ ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না?” ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে তথাগতর ওই টুইট৷ যার জেরে তীব্র জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে৷ অনেকেই তথাগতবাবুর সমালোচনা করে টুইটে লিখেছেন, রাজ্যের এক বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুর ঘটনাতেও বিতর্ক না করলেই কি হচ্ছিল না? আবার অন্য অংশের মতে, সোজা কথা সোজা ভাবে বলেছেন তথাগত৷ যদিও পরে এই টুইট মুছে দেন তথাগত রায়। 

প্রসঙ্গত, সম্প্রতি অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ শানিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন দিলীপ ঘোষও৷ তবে এ বিষয়ে দিলীপ ঘোষের অবশ্য পাল্টা কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি৷ তবে চলছে বিতর্ক৷ তাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে যেহেতু দিলীপ ঘোষ ও তথাগত রায়, তাই সেই জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজনীতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 8 =