কলকাতা: একুশের বিধানসভায় পর্যদুস্ত গেরুয়া শিবির৷ ২০০ আসন পাওয়ার হঙ্কার দিলেও ১০০ পাড় করতে পারেনি বিজেপি৷ দলের সেই পরাজয়ের কথা উল্লেখ করে ফের টুইটে বোমা ফাটালেন তথাগত রায়৷ দিলীপ ঘোষকে ‘দাবার অসহাস ঘুঁটি’ বলে খোঁচা দিলেন তিনি৷
আরও পড়ুন- খোদ পুলিশ কমিশনার সৌমেন মিত্রের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার ছক! তদন্তে গোয়ান্দারা
As more facts come to my knowledge,I find myself commiserating with @DilipGhoshBJP. He had been turned into a helpless pawn by central leaders posted here (henceforth KSA team). Dilip practically said so. The total story of BJP’s suicide in W Bengal is gradually coming to light.
— Tathagata Roy (@tathagata2) November 13, 2021
এদিন টুইট করে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় লেখেন, “যত বেশি জানছি দিলীপ ঘোষের প্রতি ততই আমার সহমর্মিতা বাড়ছে। বাংলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা তাঁকে কার্যত অসহায় দাবার ঘুঁটিতে পরিণত করেছিল। দিলীপ নিজেও তেমনই বলেছেন। পশ্চিমবাংলায় বিজেপির আত্মহননের কারণ ক্রমশ প্রকাশ্যে আসছে।” টুইটে তিনি ‘কেএসএ’ টিমের কথাও উল্লেখ করেছেন। বিজেপি সূত্রে খবর, ‘কেএসএ’ বলতে বোঝানো হয়, বিধানসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকে৷ টুইটে তাঁদের কথাই উল্লেখ করেছেন তথাগত রায়। প্রসঙ্গত, এর আগে কৈলাস বিজয়বর্গীয়কেও ‘ঘৃণা’ করেন বলে একহাত নিয়েছিলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা৷
প্রসঙ্গত, একের পর এক বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায়৷ শ্রাবন্তী বিজেপি ছাড়ার পর বিজয়বর্গীয়কে বিঁধে তিনি লিখেছিলেন, আমাদের এক পুরোনো কর্মী দিনদুয়েক আগে লিখেছিলেন, উনি জয়নগরে সভা পরিচালনা করছিলেন। কৈলাস বিজয়বর্গীয় শ্রাবন্তী সম্বন্ধে বলছিলেন, ওর মুখ দিয়ে প্রায় লালা ঝরছিল। এই সব নেতার হাতে বিজেপির প্রার্থী চয়নের ভার ছিল। এর পরে পশ্চিমবঙ্গে বিজেপির যে এই অবস্থা হবে এ আর বিচিত্র কি?’ তার আগে লিখেছিলেন, বিজেপি’কে অর্থ এবং নারীর চক্র থেকে বার করে আনা প্রয়োজন৷ এমনকী যাঁরা দল ছাড়বেন তাঁদের গোপন কথা ফাঁস করে দেবেন বলেও টুইট করেছিলেন তিনি৷ টুইট বোমার পাশাপাশি ক্রমশ প্রকট হয়ে উঠেছে তথগত রায় ও দিলীপ ঘোষের দ্বৈরথও৷